শিশিরের লুকানো দাঁত নখ
বেরিয়ে আসলেই
ঘন হয়ে মৃত্যু নামে
শরীর জুড়ে
শব্দ খসে খসে –
নগ্ন কবিতার শরীর
নতুন পোষাক বুনব বলেই
এ মৃত্যু অসুখ ও সুখের
নিজস্ব যাপনে
রঙিন সুতো জোগাড় থাকি
শিশিরের লুকানো দাঁত নখ
বেরিয়ে আসলেই
ঘন হয়ে মৃত্যু নামে
শরীর জুড়ে
শব্দ খসে খসে –
নগ্ন কবিতার শরীর
নতুন পোষাক বুনব বলেই
এ মৃত্যু অসুখ ও সুখের
নিজস্ব যাপনে
রঙিন সুতো জোগাড় থাকি