অভিমান জমতে দিই না মনে
নদী হয়ে থাকি
বিষন্ন মনে
আমার ডানায় বসলে
যেন নীল মাখতে পারো আবার
সবুজ হাঁস ভেসে যায়
নিয়ে যায় শোক
রেখে যায় স্রোত তবু
বহুদূর
ভালবাসলে নিয়মিত
কালো খোসা বাদ দিয়ে
টাটকা হতে হয়
অভিমান জমতে দিই না মনে
নদী হয়ে থাকি
বিষন্ন মনে
আমার ডানায় বসলে
যেন নীল মাখতে পারো আবার
সবুজ হাঁস ভেসে যায়
নিয়ে যায় শোক
রেখে যায় স্রোত তবু
বহুদূর
ভালবাসলে নিয়মিত
কালো খোসা বাদ দিয়ে
টাটকা হতে হয়