এখন ক্ষণে ক্ষণে বাতাসের মৃত্যু
চারিদিকে বিষাক্ত কারাগার
পাখিদের ভুলে যাওয়া সুর মেখে রাত কাঁদে
কর্কশ শব্দের এই ভিড়ে টুকরো হতে থাকে আয়না
তলিয়ে যায় পরাজয়ের গর্তে
স্বপ্ন গুলো হলুদ হওয়ার আগেই
জ্ঞান ফিরুক
টুকরো টুকরো সবুজ এনে সাজাব
চল হাত ধরো
আগামীর পৃথিবী অমৃতের বাগান হবে