বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে
ভীষণ রকম কিছু বোকামি
মনের মধ্যে বাসা করে
যখন জীবনবোধ স্পষ্ট হওয়া দরকার
তখন এই এক ভীষন রোগ
কাজল শ্রাবণে
বসন্তকে একান্ত নিজের করে পেতে ইচ্ছে করে
দশ দিকের লোভী আগুন
যখন নগ্ননৃত্যে ব্যস্ত
তখন
পলাশের গয়নায় নিজেকে ঢেকে
তার আয়না হতে ইচ্ছে করে
এ চাওয়া চরম অপরাধ
অথচ শক্তিও
ঘন মেঘ মেঘ খেলাতে
এই রোদ-পিপাসা
পাহাড় ভেঙে পথ আঁকে
পথিক হওয়াতেও নৈসর্গিক আনন্দ আছে
পাথর খোদাই এর শেষ পর্যায়ে
অনন্ত অমৃত প্রবাহ