কেন এতো বেহিসাবি হয়ে যাচ্ছি আজকাল
এ রোগ তো ছিল না আগে
মেপে মেপে পা বাড়াতাম তোমার দিকে
আলো ছায়া তে দোলা খেত কাঁচা স্বপ্ন
বকুনির ইশারায় একছুটে ঘুমিয়ে যেত সব
এখন তৃষ্ণা বেশি
অল্পদিনেই ফুরিয়ে যায়
কৌটোর মশলা
বুঝতে পারি হিসেবে টপকে যাচ্ছি
উচিৎ অনুচিতের দাঁড়িপাল্লা
বিদায় দিয়ে বেহায়া হয়েছি
বেপরোয়া প্রেমিক হচ্ছি
হরপল