জীবনটা মোর ভ্রাম্যমান ।
তাই হেথা হতে আজ প্রস্থান ।
সঞ্চিত হলো অনেক অভিজ্ঞতা ।
কাল থেকে আর কবো না কথা ,
তোমাদের সনে ।
বিদায় বলেছি আত্মীয় পরিজনে ।
আবার বাঁধিবো বাসা হেথা হতে অন্যত্র ।
স্মৃতিগুলো মোর ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র ,
তোমরা একটুখানি সামলে রেখো ।
ভুলে যেও, ভবিষ্যতে কোন একদিন ডেকো ।
আমি আসবো আবার ফিরে ।
জীবনানন্দের মত এই ধানসিড়িটির তীরে ।
জীবন মানেই তো যাওয়া আসা ।
পড়ে রয় শুধু মায়া আর ভালোবাসা ।
তবু সবার মনে মিথ্যা অমরত্বের আশা ।