অত সহজ ব্যাপার নয়, যে তুমি হবে নারী ।
যুগে যুগে বহু রূপ, দেখেছি আমি তারই ।
সারাদিন কাজবাজ, বাচ্চা সামলানো ,
ক্লান্ত শরীরে রাতে, স্বামীর মন জোগানো ।
শশুর বাড়ি , বাপের বাড়ি ,
মাঝখানে সেতু, এই দশভূজা নারী ।
নিঃস্বার্থভাবে হয়েছে সে, এ সংসারের দাসী ।
আঠারো বছর হতে না হতেই, হল পরবাসী ।
মূল উপড়ে, এলো বিদায়ের পালা ,
নারীর জীবনে, এও এক জ্বালা ।
নারী নাকি পরের ধন, বলে সব লোকে ।
সে যদি পর হয়, কে জন্ম দিল তোকে ?
মা আমি বলি যারে ,
আমায় এনেছে যে, এ সংসারে ,
সে সব জ্বালা সইতে পারে ,
আমার কল্যাণে ।
সবাই জানে ।
কিন্তু কয় জনা তা মানে ।
এক কবিতায় অবদান তার ,
যায় না করা স্বীকার ।
শুধু চাই নারী পাক,
ন্যায্য অধিকার ।