আমি বেঁচে থাকতে চাই, তোমার হৃদ- স্পন্দনে ।
আমায় জড়িয়ে রেখো, তোমার ভালোবাসার বন্ধনে ।
এই সম্পর্ক পরিণতি নাই বা পাক ,
কিন্তু অন্তরের ভালোবাসা, চিরটা কাল বেঁচে থাক।
ভালোবাসা মানেই কি বিয়ে ?
সংশয় মনে বৈধতার সংজ্ঞা নিয়ে ।
ভালোবাসা মানেই কি বিছানা ?
না, দুই মনের মিলনেই রহস্য যাবে জানা ।
যদি আমার অক্ষমতায় ,
তোমায় শাখা – সিঁদুর নাহি পরাতে পারি ,
যদি এখনকার মত না হয় দেখা প্রায় ,
তবু সেদিনও আমার হাত, দিও না গো ছাড়ি ।
আমি সবকিছু সইতে পারি ।
কিন্তু তোমার অবজ্ঞা , কঠিন শাস্তি বড় ।
চারিদিকে কত যুক্তি হয়েছে জড়ো ,
আমাদের এই সম্পর্ককে ঘিরে ।
ওদের সমালোচনায় এই ডোর তুমি দিওনা ছিঁড়ে ।
ওরা অবৈধ বলে বলুক, আমরা একাত্ম হব অচিরে ।