কিছু কবিতা থাক না গোপনেই ।
দাঙ্গা বেঁধে যাবে, মনে ভয় সেই ।
চাই না আমি সস্তার জনপ্রিয়তা ।
লুকিয়েই রাখি তাই, মনের গোপন কথা ।
শরীরের যেমন কিছু অঙ্গ হয় ঢাকতেই ,
বাধ্য আমি, ওই কবিতাগুলো আড়ালে রাখতেই ।
এড়িয়ে চলি চলার পথে, অহেতুক সমালোচনা ।
দ্বন্দ্ব – বিবাদ বিরোধী পাঠক কিছু, রয়েছে হাতে গোনা ।
ওদেরকে নিয়েই আমি খুশি বেশ ।
আমার কবিতায় না যেন ভাঙে দেশ ।
আমিও পারি ,
কবিতা রচিতে, বিভেদসৃষ্টিকারী ।
কিন্তু কি লাভ তাতে !
হয়তো, ঘুম ভেঙে দেখবো, কোন এক প্রভাতে ,
মোর গ্রাম ভেঙে হয়েছে শত খন্ডিত ।
তাই আজও আমার ঐ কবিতাগুলো, গোপনে লুক্কায়িত ।