চেষ্টা আমি করেছি ঢের ,
কিন্তু ঐ লেজখানা কুকুরের ,
কিছুতেই সোজা করতে পারিনি ।
তবে বিশ্বাস করো, হাল আমি ছাড়িনি ।
চেষ্টায় আমি রাখিনি ত্রুটি ।
উঠানেতে পুতিয়া খুঁটি ,
তেল মাখিয়ে দিলাম টান ।
করে যাতে ছোটাছুটি ,
মুলে দিলাম কান ।
কিন্তু দড়ি খুলে দিলাম যেই ,
ফিরে এলো বাঁকাতেই ।
তারপরে ঘিয়ের ব্যবহার ।
আমায় মনে হচ্ছে ভাঁড় ?
লোম উঠে হল ফাঁকা ।
কিন্তু বাঁকা লেজ তবু বাঁকা ।
আরও অনেক কৌশল, গেল বিফলে ।
চিন্তায় মাথায় হাত, পড়েছি গ্যাঁড়াকলে ।
বুদ্ধি করে তারপরে ,
কিনে নিয়ে এলাম ঘরে ,
শক্ত বেতের, লাঠি এক বোঝা ।
লাঠি হাতে নিতেই দেখি, বাঁকা লেজ সোজা ।