আমি কবি, আমার ঠিকানা গাছতলা ।
গন্তব্য অজানা, উদ্দেশ্যেহীন পথচলা ।
যখন যে বাগিচায় ফুল ফোটে ,
কাঁধে ঝোলা নিয়ে মন সেখানেই ছোটে ।
ঐ ঝোলার মধ্যেকার কবিতাগুলোই আমার সহচর ।
ভবঘুরে স্বভাব আজও বাঁধলো না ঘর ।
চেষ্টা দুই এক বার করেছিল বটে কিন্তু সাহসে কুলায় নি ।
কাছে টেনে ঠিক তেমনভাবে , কেউ মাথায় হাত বুলায় নি ।
আমার কবিতাগুলো অবহেলার প্রতিফলন ।
এক্কেবারে গাঁইয়া, সেকেলে চাল – চলন ।
ওদেরও এখনও জোটে নি ঠিকানা ।
তাই আমাদের এখন গাছ তলাতেই আস্তানা ।
তবে ভালো আছি, দিব্যি আছি, কাটছে ভালোই দিন ।
কারণ, মুক্ত গগনতলে স্বপ্নগুলো কিন্তু বেশ রঙিন ।।