ওপারে বিবর্ণ পুতুল সারি সারি
গাছে গাছে ঝুলে আছে মাথা
উড়ো চুল ছুঁয়ে যায় রাজপথ
এপারে নদীতীরে আমি একা
অবাধ্য হাওয়া ছুঁয়ে যায় গাল
এঁকে যায় নরম আল্পনা
সময় সবকিছু মিলিয়ে দেয়
নিমেষ দিয়ে মাপে কল্পনা
ওপারে বিবর্ণ পুতুল সারি সারি
গাছে গাছে ঝুলে আছে মাথা
উড়ো চুল ছুঁয়ে যায় রাজপথ
এপারে নদীতীরে আমি একা
অবাধ্য হাওয়া ছুঁয়ে যায় গাল
এঁকে যায় নরম আল্পনা
সময় সবকিছু মিলিয়ে দেয়
নিমেষ দিয়ে মাপে কল্পনা