প্রলয় রাতের আঁধার ডাকে আমাকে দেখ আয়
আর কত ব্যথা গুনবো প্রভু ভোরের অপেক্ষায়?
আলোর মাঝে কালো আঁকে বিষাক্ত নীল ছবি!
বেদনার তার নিত্য বাঁধে বিষন্ন কোন কবি?
রঙের কোলে বেরঙ শুধুই একলা মাথা কোটে
বিলিয়ে দেওয়া ফসল তবু বুলবুলিতে খোটে..!
দেওয়ার তরে দীপশিখাদের নিত্য জ্বলা
পুড়িয়ে শিখা ফুরোতে শরীর শুধুই গলা
আলোর তরে আঁধার চুমে তবুও সে স্বাদ!
হারিয়ে অস্থি পাওয়া সে স্বস্তি তাই বুঝি বাদ!
তবু যা পাওয়া পরম পাওয়া আঁধার রাতে
বেদনার পুজা দিইনি কি বলো শূন্য হাতে?
তবুও আশায় কাব্য ভাষায় তোমায় ডাকি
পার হয়ে রাত জাগবে কি আর ভোরের পাখি?