তুমি ব্যস্ত,তুমি উদাসীন,তুমি চুপকথাদের গান
ধন্য ধরণী তোমায় পেয়ে প্রণম্য ভগবান ।
কর্তব্যে অটল তুমি দীপ্ত জ্যোতির্ময়
তৃষ্ণীম্ভাবকে অস্ত্র করেছো,প্রাপ্তির বরাভয় ।
পৌষালী রাত দুঃখ ডেকেছে বহ্নিতে গেছে পুড়ে
কেন আহ্বান? অযথা এ প্রাণ মৌন মিছিল জুড়ে ।
তুচ্ছ করেছো প্রেমকে তুমি,হতাশা পুষেছো বুকে
সাগর পাড়ে তোমার প্রেমিকা উচ্ছ্বসিত সুখে ।
সুখ ছুঁয়েছে তোমায় আজকে কর্ম দিয়েছে মান্য
বৃষ্টি চোখে কাঁদছে শ্রাবণ মৃত্তিকা ধনধান্য ।
অভাব কোথায়?দুখীর ঘরে দুঃখ বসত করে
আসে বসন্ত,ফোটে না পলাশ কেবল রক্ত ঝরে ।
জলছবি আঁকে বেদনার রং,স্মৃতির কোলাজে ভিড়
কথামালা দিয়ে কার্নিশ সাজে,বালির বাঁধের নীড় ।
বানভাসি হয় স্বপ্নমিছিল খড়কুটো খুঁজে ফেরে
সাহসিনী মেধা ক্লান্ত মনন যুদ্ধটা গেছে হেরে !