আমার মত করে আমি বাঁচতে চাই ,
তুমি কেন তাতে বাধা দিচ্ছ ?
আমার সঙ্গে তো তোমার কোন শত্রুতা নাই ।
তবে কিসের প্রতিশোধ নিচ্ছ ?
আমি তোমার সাথে বন্ধুত্বই করতে গিয়েছিলাম ।
কিন্তু তুমি আমার অস্তিত্বের দিলে না দাম ।
আমার সম্ভাষণ তুমি মাটিতে ছড়িয়ে ফেলে ,
দাম্ভিকের মত আমায় এড়িয়ে গেলে ।
জানিনা কেন আপন করতে পারিনি মোরে ।
তাই তোমাকে ভুলে গিয়ে ,
আমি বাঁচতে চাইছি আমার মত করে ।
তোমার কাছে সম্মান হারিয়ে ,
আবার আমি বাঁচতে চেয়েছি আমার মত করে ।
কিন্তু সব সহ্যের সীমা গেল ছাড়িয়ে ,
হিংসা যখন পরিণত হলো শত্রুতায় ।
তোমার আক্রমণে আমি যখন মৃতপ্রায় ,
আমার সত্তা তখন করিল ফোঁস ।
আবারো বলছি, আমি নির্দোষ ।