কতটা অশ্রু পতনে তুমি হবে পতনের সাথী?
কান্না-ভেজা রাস্তায় অনেকটা জুড়ে
দানবের হিংস্র দাপাদাপি!
অতি সাবধানতায় অতি স্থিরতায় সামনের ঝড়ের
ভ্রূকুটি অগ্ৰাহ্য করে দৃঢ়তায় বুক বাঁধি।
এরপর চারপাশের রণদামামার তীব্রতায়
ধরপড়ানির মুখে অসম্ভব কাঁপাকাঁপি।
তবে প্রয়াসের দুরন্ত আগ্ৰাসনে কেড়ে নিতে পারি
শান্তির দুর্লভ আস্বাদন,
তখন শান্ত পথিক চোখ-মুখ খোলা রেখে
আশ্বস্ত হয় পৃথিবীর ছলাকলায়-
আরো আরো কত সুন্দরের চলাফেরায়
মনে অবশ্যই গড়ে সুখ্যাতির সৌধখানি।
এভাবেই মৃত্যু-চেতনাকে দু পায়ে অবহেলে
ঠেলে দিতে চাই দূরবর্তী নক্ষত্রালোকে,
তখন অকুতোভয়ের সম্বর্ধনা সুবেশে হাজির আসামীর কারাগারে।