গাছের ফুল গাছে থাকতে দাও,
কি হবে ছিঁড়ে কোমল অন্তর
পাষাণ হাতে!
পাখীরাও মেতে থাকে ডালে ডালে
হাসির কারুকাজে, গান হয়ে ঝরে পড়ে ওদের কূজন,
পেলব অবয়ব এত সাজে জানায়
পৃথিবীটা এখনো কত কত সুন্দর!
রিপুদের অসভ্য অবাধ্য কোলাহলে
মে বাঁধন বেঁধেছে কুৎসিত আচরণে,
সুন্দর সেই সীমানায় এসে পাংশুটে রূপ-ধারণ,
শান্ত সময়ে ওঠে তখুনি ঝড়
ক্ষুধার্ত প্রাণে।
শোভাকে ধরে রাখো অনাদিকাল
বিপুল প্রত্যাশায় ওষুধের গুণে,
গাছের ফুল গাছেই থাকতে দাও।