আঘুনি মাঠের ডাকে মন উচাটন।
পাকা ধানের সোনা রঙে নবান্নের ডাক।
নিকোনো খামার উঠানে উৎসবের আহ্বান।
আঘুনি হিমের ছোঁয়ায়, শিশির সোহাগে
পাকা ধানের শীষে নববধূর সরম লাজ।
গাঁদা ফুলের হলুদ খামে হেমন্তের সবুজ চিঠি।
সরষে ক্ষেতের হলুদে উৎসবের হাতছানি।
কৃষক বধূর চোখে আগামীর স্বপ্ন কাজল।
কৃষি লক্ষ্মীর নুপুরের ধ্বনি সোনালী ফসলে উচ্চকিত।
পিটুলী গোলার আলপনায় নবান্নের আন্তরিকতা।
ঘিয়ের পিদীমে চিরন্তনী কামনা—
” নতুন বাঁধি পুরনো খাই খেতে খেতে যেন জন্ম যায়
নতুন বস্ত্র পুরনো অন্ন তাই যেন খাই জন্ম জন্ম।”———-
এইতো নবান্নের শাশ্বত কামনা!