প্রকৃতির এই রঙ্গশালায় , নিতুই নব রঙ্গ।
নটরাজের জপমালার মোতি…..ষড় ঋতু!
জপমালা ঘুরে চলে নিজের খেয়ালে….
একের পর এক আসে রঙ্গিন ঋতুরা…।
কলরব ওঠে ভুবনে….।
ভিন্ন তার ভাষা… ঋতুভেদে!
জপমালার শুরু নিদাঘি গ্রীষ্মে….
রুদ্রতাপস গ্রীষ্ম…দারুণ তার প্রতাপ!
পিঙ্গল জটাজালে কালবৈশাখীর ডাক ,
গুরু গুরু রবে, মেদিনী কাঁপিয়ে তার আগমন….
তুমুল কলরব….যেন ভৈরবের পিনাক টংকার
বর্ষাসুন্দরীর রিমঝিম শ্যামলীমায় আবির্ভাব !
প্রকৃতির সুর শোনা যায় বারিধারায় , ভিজে বাদল বাতাসে!
বৃষ্টি ফোঁটা ঝরে….!
বাদল বাউলের একতারাতে ওঠে তান….
সুরের প্লাবনে ভেসে চলে প্রকৃতি….।
আগমনীর সুরটি বয়ে আসে শরত….।
নীল আকাশে,সাদা মেঘের ভেলায় ভাসে খুসির সুর!
আনন্দ কলরব মুখরিত প্রকৃতি॥
হিমের রাতের দীপালোকের রেশটি ধরে আসে হেমন্ত!
হিম কুয়াশার ওড়না মোড়া প্রকৃতি ধরে বিষাদতান।
বিষাদী হেমন্তিকার বিষাদ ডেকে আনে
পাতাঝরার দিন কে॥
শীতের হাওয়ার কাঁপন লাগে দিকে দিকে!
নীল আকাশ ডাক দেয় শীতের দিনকে
শুকনো পাতার মর্মর ধ্বনি মুখরিত করে ধরাকে॥
জপমালার শেষ মোতি মধুঋতুর….
আসে বসন্ত….
ফাগুন হাওয়ায়,ফুলের বাসে,ফাগে র রঙে
প্রকৃতি মাতোয়ারা….
জলে স্থলে বনতলে আনন্দ হিল্লোল !
আনন্দ কলরবে মুখরিত ধরা, জীবনানন্দে পূর্ণ!
এই তো কলরব….উৎসবের, আনন্দের, প্রাণের ॥