আসিস না মা গর্ভে আমার ,
ঘুমিয়ে থাকিস মনে।
জন্ম দিতে পারবো না মা ,
এই অকালের ক্ষণে॥
সমাজ এখন ঘুণে ধরা,
নামেই একুশ শতক!
শক্তিপূজা,দেবীপূজার
নামেই খালি চটক॥
অলীকমানুষ,মুখোশ পরা,
নেই তো নিরাপত্তা!
নারী শুধুই ভোগের জিনিস ,
এক্কে বারে সস্তা॥
বদল আসুক এই দুনিয়ায় ,
সব মানু্ষের মনে!
নারীর জন্য শ্রদ্ধা এবং,
সমানুভূতি র সনে॥
তখন আবার আসিস মাগো,
ভরিয়ে দিয়ে কোল !
নারী পুরুষ সবাই সমান,
রইবে না তো গোল ॥