দুর্গা দুর্গতিনাশিনী দনুজদলনী দেবী
তোমায় পূজিবো ভালোবেশে,
দর্শনপ্রার্থী দর্শনভিক্ষু দর্শনার্থী ভক্ত
দেখবে সর্বংসহা নির্বিশেষে ।
দেবারতি দেবীপূজা দেবার্চনা দেবপ্রসাদ
পেয়ে ধন্য দেশবাসী,
দশভুজা দশপ্রহরণধারিনী তোমায় পূজিবো
ধর্ম বর্ণ মেশামেশি।
দুর্গা দুর্গতিনাশিনী দনুজদলনী দেবী
তোমায় পূজিবো ভালোবেশে,
দর্শনপ্রার্থী দর্শনভিক্ষু দর্শনার্থী ভক্ত
দেখবে সর্বংসহা নির্বিশেষে ।
দেবারতি দেবীপূজা দেবার্চনা দেবপ্রসাদ
পেয়ে ধন্য দেশবাসী,
দশভুজা দশপ্রহরণধারিনী তোমায় পূজিবো
ধর্ম বর্ণ মেশামেশি।