গন্ধমাদন পর্বতটা কাঁধে বইতে বইতে বইতে
ওই পোড় খাওয়া আধ বুড়োটার একটু নিঃশ্বাস নেওয়ার ফুসরতে সংসারটার কন্ঠে হঙ্কার, আমলো মিনসে,
ভরদুপুরে এত আরাম
বাপের জন্মে দেখি নি কোনদিন।
বাপের জন্মে এয়োতি আধবূড়ি
কি প্রবল বিষ্ময়ে দেখেছিল একদিন!
এখনো সেই ঘোর দুবেলা তার মনে আঠার মতন সংলগ্ন!
উঠতে-বসতে, বসতে-উঠতে
মিনসের পায়ে পা-টা দিতেই
ঝগড়ার দামামা ঝংকৃত চারপাশে।
ছাপোষা ছা-গুলান কুরুক্ষেত্রে
দুর্গতিনাশিনীর ভয়ানক কলেবরে কেঁদেই ফেলে আর সমস্বরে বলে তর্জনী তুলে,
দূর মুখপুড়ি! যার ঘাড়ে চেপে
ভয়ঙ্কর নদী পার হলি,
সেটা ভগ্নপ্রায় হলে
তোকে কে বাঁচাবে, তোকে কে বাঁচাবে তখন
তোকে কে বল!