ধার্মিক কল-সেটা ছিল জাঁতাকল!
মহা ব্রজবুলি- পাখির শুধু কাকলি!
বুঝেও বোঝেন নি তিনি ও পার্শ্বঅনুচরগ এবং পড়েছি আমি মহাফাঁপরে।
কে যে যুধিষ্ঠির আর কোনটা ধ্রুব সত্য!
কুয়াশায় ঢাকা মনোরম দৃশ্য
অপ্রামাণ্য চাতুর্য মাথা মুড়ে ঘোল ঢালে,
বোকামির বেহদ্দি হচ্ছি সই দিনে ও রাতে
ঘরে ও বাইরে।
এভাবেই তিনি ও তাহারা বাতাসে শরীর ধুয়ে
ঠাকুরের নামোচ্চারণ সারে
বেশ খুশী খুশী মনে…….,
খেলাঘরে অটুট আছে ট্রিগারে হাতখানা-
যতই আমিই কম্পিত কাক-বৎস হই
উচ্ছিষ্টে মুখ রাখতেই কাতুর্জ বেরোয় ঝাঁকে ঝাঁকে শত্রুনাশে,
তথাপি আমি ও আমার বিধান একচুলও
সরে নি এখনো, এভাবে ধ্বংস হয়ে যায় আমাদের সামনের আলোও- প্রত্যাশিত পথ।