এক অসহ্য দহন গ্রাস করে শহরের দেহ
চোখ পান করে তীব্র পূর্ণিমা
শব্দের ঠোঁটে শব্দ বসে যেটুকু আদর…
উপহার দেব,
রাতের রিংটোনে গুছিয়ে নেবো
এলোমেলো অসুখ,
পূর্ণতা পেলে…
কড়া ডোজের ওষুধ আর কাব্যের নতুন জীবন
অস্ত কালে শুধু একটি অপরাজিতা পাখা মেলবে
বাগান জুড়ে !