যাওয়ার বেলায় ছড়িয়ে দিলে অমৃত
বৃষ্টি নেমে পাতা গর্ভবতী হলো
ধানের শিষে উপচে পড়লো যৌবন
পুতুল সব দেওয়াল ভেঙে বেরিয়ে এসে –
সুরেলা পথ বানালো !
চাঁদ কাব্য বুনল – কলঙ্ক তো সুন্দর দের ই মানায়,
আমি দূর্বা ঘাস হয়ে চুল এলিয়ে বসে থাকলাম
পৃথিবীর শ্বাস জুড়ে,
নতুন পঁচিশে বৈশাখ লিখবো বলে !