হাসছে শশী জ্যোৎস্না সাথে
রাতের বেলায় রোজ দেখি,
সেই খুশিতে মন হরষে
কাব্য আমি খুব লেখি।
সবুজ হাসে মাঠের পরে
দেখে মন হয় উতলা,
কাব্য মাঝে রচি সুখে
প্রকৃতির সব রূপ কলা।
বন বনানীর ফুলে ফলে
ভ্রমর যখন দেয় উঁকি,
আমি তখন লিখি বসে
ফুল ভ্রমরের খেল টুকি।
জোনাক দেখি দেয় পাহারা
অন্ধকারে রাত জেগে,
রচি আমি বন বাদাড়ে
কেমন জোনাক ধায় বেগে।
চাঁদনী আকাশ তারায় ভরা
খুশির ঝলক মন বাগে,
মোহিত হয়ে লিখি সুখে
তারার বাসর রঙ রাগে।