প্রভাত বেলা গাঁয়ের বধূ
কর্মব্যস্ত সন্তান কোলে,
পথ চলতে পায় দুটো তাল
খুশিতে তাই হৃদয় দোলে।
করবে তালের নানান পদ
মনের মাঝ তাই খুশি রাজে
তাল- মালপোয়া বড়া পায়েস
করবে তৈরি কাজের মাঝে।
শিশু বুড়ো সবার প্রিয়
তালের রসাল খাদ্য,
ভাদ্র মাসে সকল ঘরে
পিঠে হয় যথা সাধ্য।
সবার মনের মতো অতি
তালের রসের খাদ্য বাহার,
রস বের করা কঠিন যেমন
খেতে অপূর্ব স্বাদটি তার।