তোমার স্মৃতি নিয়েই বাঁচা
এই জীবনে মোর,
মনে মনে চুপকথা সব
বিচঞ্চল হয় ঘোর।
পড়ছে মনে কত কথা
যখন ছিলে কাছে,
স্মৃতির ঘরে আজও যত্নে
তুলে রাখা আছে।
আসবে তুমি বার্তা দিলে
আনন্দ তাই মনে,
কুন্দ পুষ্প সাজাই কেশে
অনুরাগের সনে।
অপেক্ষা আর সয় না প্রিয়
সদাই উতল হিয়া,
বিরহী মন তোমার ছোঁয়ায়
জ্বালবে খুশির দিয়া।