জিনিসপত্রের মূল্য বাড়লে
নাজেহাল হয় সবে,
গরিব মানুষ কষ্টে ভাবে
কমবে দামটা কবে।
নিত্য পণ্যের বাজার মূল্য
ন্যায্য হলে তবে,
গরিব মানুষ খুশি হয়ে
হাসি মুখে রবে।
বাজার মূল্য অধিক হলে
সকলে রয় দুখে ,
মজুতদারের বেজায় খুশি
থাকে শুয়ে সুখে।
গরিব চাষি দিনমান খাটে
ফসল তৈরি তরে,
ফড়েরা আর কৈতব যত
দর নিয়ন্ত্রণ করে।
আকাশছোঁয়া হলে মূল্য
হয় নাভিশ্বাস তাতে,
বেশি মূল্যে কিনতে জিনিস
অর্থ রয় না হাতে।