তুমি শুধু আমায় একবার বলো যে,
“আমি তোমায় ভালোবাসি”।
শুধু একবার।
হ্যাঁ, শুধু একবার।
তুমি যা চাইবে আমি তাই এনে দেবো।
বিশ্বাস হচ্ছে না?
ভাবছো এমন কথা তো
পৃথিবীর সব প্রেমিকরাই
তাদের প্রেমিকাদের বলে।
জানো, তারা কল্পনা করে বলে?
প্রেমিকরা চাঁদ নাকি এনে দেবে তাদের প্রেমিকাদের জন্য!
প্রেমিকরা আকাশের সব মেঘ দিয়ে নাকি চুল বেঁধে দেবে তাদের প্রেমিকাদের!
আচ্ছা, এগুলো কি কোনোদিন বাস্তবে ঘটেছে?
ঘটেনি।
কিন্তু আমি কল্পনার আশ্রয় নিই না।
তোমায় আশা দিয়ে
শেষে পূরণ করতে পারবো না
এমন কথা বলবো না।
এটা ভেবো না যে, শুধু তোমার মুখ থেকে
ঐ কথাটা শোনার জন্যই বলছি।
না, আমি কথা দিলে কথা রাখি।
যদি বলো যে সাত সমুদ্র দেখতে চাই
আমি সাত সমুদ্র তোমার পায়ের সামনে এনে রাখবো!
যদি বলো যে, অমুক দেব দেবীর দর্শন পেতে চাই
আমি সেই দেব দেবীকে তোমার সাথে দেখা করাবোই!
যদি বলো যে, আকাশের রামধনুকে ছুঁতে চাই
আমি রামধনুকে হার বানিয়ে তোমার গলায় পরিয়ে দেবো!
এমন কত উদাহরণ দেবো?
শোনো, এই গোটা ব্রহ্মান্ড জুড়ে তোমার নাম লিখে দেবো!
শুধু তার আগে একবার
শুধু একবার
আমায় বলো যে,
আমি তোমায় ভালোবাসি।