যাচ্ছে উড়ে উড়োজাহাজ
নভ তলে ভেসে,
লম্বা দুটো ডানা মেলে
ভীষণ জোরে রেসে।
মহাশূন্যে মাঝে মধ্যে
পরছে মেঘে ঢাকা,
চলছে দ্রুত আওয়াজ করে
গুটিয়ে তার চাকা।
পাহাড় নদী বন বনানী
সাগর মরু পরে,
দিব্যি চলে আকাশ পথে
সুদূর বিদেশ তরে।
ছোট্ট খোকন দেখে অবাক
বিস্ফারিত আঁখি!
বলে মাগো উড়োজাহাজ
হয় কি বিশাল পাখি?