কেননা এখনো বন্দুকের নলের সামনে
ছিন্নভিন্ন সময়ের দুচোখেই অশ্রু!
ফিরে ফিরে আসে অতৃপ্ত স্মৃতিগুলো,
তখন পায়ের নীচে মাটি টলমল
তখন তৃষ্ণার্ত পথিক খোঁজে জল।
কেননা বারুদের উগ্ৰ গন্ধে নত মস্তকে
কিসের যেন পড়ে সাড়া!
যায় না ভোলা কিছুতেই এবড়ো-খেবড়ো
পথের নিশানায় জগদ্দল পাথরের চমকানি,
দুটি কান মুলে সেই সভ্যতাকে ই আমরা মানি।