এক:
বাঁকা হাসি চাঁদের মুখে দেখলো উপোসী
অস্ত্র হাতে নাড়ছে কড়া অসংখ্য নাৎসি।
এই সুবাদে হয়তো দেবে বিপুল গাঁটগচ্ছা
একটুও নেই ট্যাঁকটা খালি করার ইচ্ছা।
দুই:
অঢেল প্রেমের জয়গান তার ঘরের পাশে
ঘোমটার নিচে বিষধরটা খুকখুকিয়ে কাশে।
চেনা মুখ,চেনা চোখ থরহরি গন্ডগোল
খরস্রোতা নদীটির হারিয়ে গেছে বোল।
তিন:
চোরাস্রোত পা ধরে টানছে অবিরত
খুশি যুবক যত্রতত্র হচ্ছে বুঝি আহত।
এমন নসীব মদ্যপায়ী চেটোয় ধরে বাণ
যখন-তখন টানতে থাকে নিলাজের কান।
জীবন্মৃত বর্তমানে হঠাৎ পেলাম দোষ
দুঃখগুলো হাত বাড়িয়ে চাইছে খরপোষ।