হাস্যময় গর্ভধারিনীর মুখে
স্মরনে-মননে খুঁজি আমার বিশ্ব,
এখনো বিস্মৃতির অতলে যায় নি তলিয়ে খুশি খুশি বর্ষ।
সেখানে ভেসে ওঠে বাৎসল্য-রসের অগাধ সাগর,
সেখানে নিঃশব্দে কত সতেজ
অতীতের চলনবলন।
অধুনা বিবর্ণ রোজনামচায়
তুমিই যেন আমার আলাদিন,
এখনো আছো বেঁচে হৃদয়ের
অলিগলিতে দিব্যি অমলিন।
কোনোদিন পারে কি কেউ
মুছে দিতে নাড়ির এমন টান?
এ বুঝি অপার বিস্ময়ের ঝোলায় বিধাতার বিপুল দান।
হামাগুড়ি দিয়ে উঠেছি জেগে
তোমার অশেষ আশীষ ছোঁয়ায়,
আরো আরো দাও ক্ষমতা
জীবনের অবশিষ্ট চলার পথে।