রোমাঞ্চের রাজপথ দিয়ে
হাঁটতে হাঁটতে ভাবি,
ঠুনকো কেন নারীর ইজ্জত
বলাৎকারের অন্ধকার-ঘরে?
দশ মাস দশ দিনের যন্ত্রণা
কি অনুভবে তোলে না আলোড়ন?
ধর্ষকের মা-ও যে এক নারী,
শাশ্বত সত্যটা ভুলে
অন্যায়ের কেন মহামারী?
কুর্ণিশ করি মাতৃরূপা নারীর
অসামান্যা ভূমিকার কথা ভেবে,
কেন কেন সমাজের নপুংশকেরা
লোলুপ নজরে লেহন করে নারীত্ব?
বিজয় পতাকা তুলে প্রমীলারা
দিগ-দিগন্তে ছড়ায় আলো- সেখানেই পাই খুঁজে এগিয়ে যাওয়ার সাফল্যের চাবিকাঠি,
সেখানেই প্রণম্য নারীর ছবিটি
দোদুল্যমান মনের আনাচে-কানাচে,
সেলাম সেলাম নারীর জয়কে
বেঁধে রাখি মনের খেয়াতে।