আমারই কবিতা হতে চাওয়ার ইচ্ছা ঘোড়া মুখে
শুদ্ধ সাধনা গন্ডী দাও কেন , মুগ্ধ সংযমী ?
অলেখা ভাবনা আয়ু ভেসে যায় পিপাসার জলে ।
আমি যে তোমারই গাভীন চোখে
বৃষ্টির ছায়া হতে চাই , ছায়ানদী ।
কিছুই আজানা নয় , নিউরনে আছো ।
তুমি তো জেনেছো হৃদ , আমার হৃদয়ে
তুমি ছাড়া পাথরের পিন্ড ধুকপুক ।
তুমি তো দেখেছো দৃশ্য আমার দেয়ালে
স্বাদহীন ঝুলে আছে বাদুড় আঁধারে ।
কবিতার মাস্তুলে হীরামন পাখি
বেগ ভুলে ডুবে আছে লাভডুব ঘুমে ।
শব্দের দাঁড়ে দাঁড়ে অক্ষর স্রোত
থেমে আছে সাময়িক সামাজিক জ্বরে ।
হরতাল উঠে যাবে তুমি ডাক দিলে ।
পাশাপাশি সংলাপে এতো কাছাকাছি
প্রশ্বাসে বিশ্বাস প্রকৃতিও পাতেনি যে আগে ।