বালিবৃত্তে ভাসা ভাসা আলাপীর দল
বানজারা জিনে কেবলই ঘুরছি
কেউ কারোর চরিত চৌহদ্দির ঘাসটুকুতেও
না চরে ফেরারী ফিরছি
কী আশ্চর্য বিয়োজন প্রণালীর পরিখা কেটে
উটপাখির উপমা হয়েছি
উপচে পড়া হিমবাহ হ্রদের নদীতে
ভেসে উঠছে উষ্ণ জলবায়ুর গলন্ত লাশ
শতাব্দীর প্রতিটি সীমান্তের বুকে
পরপর উড়ে আসছে ভ্রুণঘাতী আফিমের গুলি
এবং ধর্ষকের লিঙ্গলালা সভ্যতার যোনী ফুঁড়ে
খুল্লাম খালাসের মূর্ধণ্য মালা
হে প্রিয় জড় শব্দমন্ডলী
আবিশ্ব জননীর জরায়ু মূলের বীজমন্ত্রে জীবন্ত হও
ভাসমান এ গ্রহের বিচ্ছিন্ন পরমাদ
চৈতন্যের আরণ্যক ভোর জ্বেলে
দোষ মুক্ত করো
ঝরে যাক ঝুরঝুরে বালিদের কুঁড়েমির জোঁক
আজও কিছু বিনিদ্র বিবেক
জ্যোতির্ময় নক্ষত্রের নীলকন্ঠ নুন পেতে আছে