কবিতার কাঁধে হাজারো যুগের যুদ্ধ শোক
কবিতা বাঁচাতে অস্ত্র বানানো বন্ধ হোক ।
কবিতা নিজেই পুড়েছে আগুনে প্রতিবাদের
অন্যায়-ই এসে শুশ্রুষা দাও পরমাদের ।
প্রেম জ্বেলে জ্বেলে কবিতা নিভছে , ঋণ ফেরাও
প্রেমিকার চোখ প্রেমিক পেয়েছো , দীপ জ্বালাও ।
জীবনের জিন কবিতা গড়েছে , নিঃস্ব নীড়
শেষ নিঃশ্বাস দিয়ে যেও কিছু শ্বাস নিবিড় ।
দুজন টেনেছো দুইদিকে তবু কবিতা স্থির
মগজ হৃদয় পরমাত্মীয় একাঙ্গীর ।
কবিতার নামে বালখিল্যতা বলেছে কেউ
সততায় কোনও সন্দেহ নেই , চলেছো ঢেউ ।