একদিন খুব বৃষ্টি হবো
শুকনো তিতাস শূন্য মনে
জলপ্রপাত ঈষাণ কোণে
ভ’রে আনবে ?
একদিন খুব ভালো বাসবো
ময়নাদ্বীপের গাভীন জমি
দুই বিনুনির শ্রীপঞ্চমী
ফিরে আসবে ?
একদিন খুব কাছে ডাকবো
দেশহারা মীন মৌনী মানব
মরবে যেদিন যুদ্ধ দানব
ভালবাসবে ?
একদিন খুব মনে করবো
ভুলে যাওয়া যত বন্ধুর মুখ
অনুতাপ ওমে জ্বালাবো অ-সুখ
ফিরে আসবে ?
একদিন সেই কথা বলবো
যে কথা কখনো বলিনি কাউকে
নদী পর্বত অথবা ঝাউকে
তুমি শুনবে ?
একদিন খুব প্রেমে মাতবো
ভূমিসূতা আর কুসুমের কথা
রাজলক্ষ্মীর মিলে রূপকথা
অলি আসবে ?
আর দেরি নয় , চলো ঘুরে আসি
প্রিয় বন্ধুর বুকে বালুচরী
নীলাম্বরীও মনে সহচরী
চলো , চলবে ?