ভালো দেখার কাকচক্ষু অনুবীক্ষণ -দূরবীণে
এতো এতো ঘোলা রাত কীভাবে পরালে ?
সারাক্ষণ খুঁত ধরা অশুদ্ধ জিভে
মৃত্যুদায়ী বিষ জমা হয় ।
নষ্ট মনের পচা গন্ধ শুঁকে
মৃত জীবাণু নগরীরও ঘুম ভেঙে যায় ।
কৈশোরের জন্মক্ষণে দেখোনি কি
উদার ‘ ইন্দ্রনাথে’র চোখে নীলকন্ঠ পাখি !
যৌবনের সন্ধিক্ষণে শোনোনি কি
‘ পিয়ারী’র প্রেমছড়ে ‘ রাজলক্ষ্মী’র পদাবলী তান !
ফেরাও সরললতা অনাবিল প্রশংসার বানে ।
কুটিলের তর্জনী কূলে সুন্দরের সূর্য ওঠে না ।