মনের মাটি পাথর হলে
কীভাবে জন্মাবে ?
জন্মবীজে রোদ গজালে
বৃন্তছায়া যাবে ।
সংবিধানে জীবন ধরে ?
বৃত্ত আঁকাবাঁকা ,
‘ কিন্তু ‘ ঘোরে মনের ঠোঁটে
ঠোঁটে আগুন ঢাকা ।
ঢাকলে আগুন বরফ হবে ?
পিছলে খাবে বন ,
ব্যাকরণের বাঁধন ভেঙে
বিচ্ছু বনে মন ।
কখন কেন বদলে যাবে
দৃষ্টিমেঘের দিক ,
সময় বড় বোহেমিয়ান
সেও জানে না ঠিক ।