চকমকি চামড়ার তিলগন্ধ মোম মাংস ফুঁড়ে
কবে আমি উদ্ধারণ পুরের ঘাটে দুধগঙ্গা হবো !
করোটি করাত এসে মুছে দেবে যৌন যন্ত্রণা
চোখের হস্তিনী ক্ষুধা কবে খাবে অনন্ত শেয়াল !
জ্বলে জ্বলে আগুনের জাহাজ হয়েছি ।
আমি যে বরফের দাঁড় বেয়ে
নোঙরের প্রশান্ত মাটি হতে চাই , মনসিজ !
অগুনতি জোয়ার জননী যোনী
পলির প্রতিভা মূলে সবুজ শব্দ ফেলে গেছে ।
রিপুহীন বৃক্ষ করো
শরীর সিঁড়ির ছিদ্রে যত রিফু লাগে
হে সময় , আমি প্রস্তুত ।
আমি শুধু শুক্রহারী শুদ্ধ হতে চাই ।