মনের ভিতর যে চকোরী
জ্যোৎস্না বিনা ঠোঁট খোলে না
আমিই তো সেই মুক্ত ডানা
তুমি ছাড়া , এই পৃথিবীর কেউ দোলে না ।
সংসারী যে গন্ধমাদন চেপে আছে মনের কাঁধে
তার ভারে এই গুটিয়ে থাকা
বাহির মনের লোক দেখানো ভিন্ন কথায় ভুল
ভেবো না , ঠিক ঠিকানায় ভুল দেবো না ।
মুখের ভিতর যে মুখ গোপন
সে কারো নয় , তোমার ছাড়া ।
সে মুখ নিয়ে জন্মেছিলাম
লুকিয়ে আছে ভৈঁরো ভোরে
একলা দু’জন মনের কূজন
শুনতে শুনতে মাহেন্দ্রক্ষণ
ফুটপাতে হোক কিংবা কোনও লবটুলিয়ায়
হচ্ছি তো বেশ স্বেচ্ছা সুখে
ফোঁড়ন ফুঁড়ে দ্বৈত দাঁড়ে
একশো না হোক পাঁচ মূহুর্ত বাস্তুহারা
থোড়বড়ি-ভুক দায়িত্বহীন
চুপ দুপুরে উজানধারা ।