কোনও এক অভূতপূর্ব দৃশ্যের
মনমতো মন্তাজ দেখবো বলেই
মৃত্যুর ঘুম ছিঁড়ে জেগে উঠি বারবার
আমার কবজকুন্ডলী শ্বাসের বিশ্বাস
মনিকর্ণিকার আগুনও পোড়াতে পারে না
উষর জন্মের ছাই কাঁধে উর্বর জন্মে জন্মাই
উর্বরতার ব্রহ্মতালু গলে যায় অতৃপ্তির তাপে
তবুও জন্মসিঁড়ি বেয়ে খুঁজে চলি
কোজাগরী কৈশোরের আউশ আঘ্রাণ
মাঝে মাঝে প্রথম পোয়াতি ইচ্ছার
এক ভোর স্বপ্নস্মৃতির ইতি হওয়ার আগেই
গনগনে গর্ভপাত হয়
রক্ত স্নান সেরে আবারও ডুবে যাই
অসমাপ্ত জন্মজীবনীর কামধেনু ধ্যানে
কিছুতেই আমার জন্মচাবির দাবি ফুরোয় না