বসন্ত যায়নি আজও, রেশ কিছু আছে
থরে থরে পারুল জারুল ফুল, লুটায় পথ পাশে।
একমুঠো আবির যেন কেউ দিয়েছে ছড়ায়।
উষাকালে নভ মাঝে গোলাপী আভায় আজও দেখা যায়,
লাজমুখে ফুটে আছে ঝাঁকে ঝাঁকে চেরি,
পাতাঝরা নেড়া গাছে লাল লালিমায়।
এখনো আশোক শাখে কোকিল কূজন,
যদিও কুবোর হয়েছে আগমন।
কুব কুব ডেকে চলে নির্জন মধ্যাহ্নে,
বউ কথা কও অবিরাম ডাকে গাছ আঁড়ে।
দখিনা পবন ফিরে ফিরে চায়
ঝরা পাতার মর্মর ধ্বনি টানে ,
সুদূরের পাহাড় কোলে মহুয়া প্রেমের মাদল নাদ,
চৈতির উষ্ণ রোদ্দুর সাথে সুর সাধে
বসন্তের বাউল বাতাস।
প্রকৃতির রূপ দহনে মিলেমিশে একাকার বসন্তের পূর্বরাগ।
শাল পিয়ালের বনে কচি পাতার সাথে
উদাসী চৈতালী খেলে সুখে,
বসন্তের লোলিত রাগে।
আজও গানে সুর তুলে বসন্ত বৌড়ি,
ধরায় রয়েছে বসন্তের রেশ।