গ্ৰামের পথে কাঁচা রাস্তায়
চলছে গোরুর গাড়ি,
বাপের বাড়ি থেকে বধূ
যাচ্ছে শ্বশুর বাড়ি।
এসব দিন হারিয়ে গেছে
যায়না এখন দেখা,
যন্ত্রচালিত যান চলছে
ছুটছে সীমারেখা।
গ্ৰামে গঞ্জে গোরুর গাড়ি
ভরসা ছিল সবার,
জিনিসপত্র ফসল মানুষ
পারাপারে হতো ব্যবহার।
এখন মানুষ যন্ত্র যানেই
চড়ছে হাসি মুখে,
যাতায়াত হয় তাড়াতাড়ি
গন্তব্যে চলে সুখে।