শীত অবসানে এলো বসন্ত কোকিলের গানে ভরা,
নব কিশলয় গাছে গাছে ছায় শ্যামল শোভন ধরা।
লালের আভায় ভরেছে প্রকৃতি পলাশ শিমুল সাজে,
কোকিলের কুহু দিন রাত শুধু বন বনানীতে রাজে।
অলস দুপুরে উদাসীন মনে কোকিলের কুহু গান,
বিষাদিত মনে বুঝিবা একাকী প্রিয়া তরে ধরে তান।
বেলা যায় বয়ে সন্ধ্যা ঘনায় তবু কুহু গান তার,
সাথী হারা হয়ে বুঝি একা ঘুরে মনে কত ব্যথা ভার।
নামবে আঁধার ঘিরে চরাচর নীড় হীন তার বাস,
রজনী যাপন করবে কিরূপে একা মনে ভয় রাশ।
দখিনা বাতাস বিষাদের ধ্বনি সাথে নিয়ে বয় দূর,
সারাটি প্রহর বিরহ বিধুর কুহু তানে ছায় সুর।
প্রিয়া কাছে এলে পুলকে আবেগে ঘন ঘন দেয় ডাক,
কভু প্রিয়া ডাকে কখনোবা প্রিয় অমলিন সেই হাঁক।
ফাগুন রঙেতে ভরা প্রকৃতির রক্ত রঙিন বেশ,
জীব প্রকৃতির মনের মাঝারে লাগায় নেশার রেশ।
কোকিলের গান পিউকাঁহা তান অশোকের ফাগ সনে,
উদাসীন মন হয় উচাটন বসন্তের মধু ক্ষণে।