Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ২১ শে-র ইতিকথা || Prabir Kumar Chowdhury

২১ শে-র ইতিকথা || Prabir Kumar Chowdhury

বিশ্ব দেখে চমকিত ভাষা আন্দোলন ,
চেতনায় জেগে ওঠে নব জাগরণ ।
ছাত্র , যুব , সাধারন মানুষের ঢ়ল –
ঢ়াকা থেকে খুলনা একতার বল ।
মাতৃভাষা মাতৃদুগ্ধ অনুভবে সবাই
তেড়ে এল পাকসেনা করলো জবাই ।
উর্দু নয় বাংলা ভাষাই রাষ্ট্রভাষা হবে –
সেদিনের বিদ্রোহ স্বর্ণ লেখায় রবে ।

পাষনের গায়ের সব শ্যওলা তুলে-
চেয়ে দেখ সবার চোখের ঠুলি খুলে ,
ইতিহাসে জমাট বাঁধা রক্তের লেখা –
ভাষা শহীদের বিপ্লবের গুপ্ত কথা ।
বাহান্ন সালের একুশের ফেব্রুয়ারী –
ঢ়াকা শহরে শুরু হল কার্ফু জারি ,
ঢ়াকা মেডিকেলের জনাকীর্ণ রাস্তায় –
চলল গুলি , উপচালো লাশ বস্তায়।

রাতজাগা দেশপ্রেমিকের যত প্রান-
দিগন্তে দিল মাতৃভাষার আহবান ,
এ যেন নিশ্চিত বিদ্রোহের রনভেরি –
চলছে মিছিল , ধিক্কার ,প্রভাত ফেরি ।
ভাষাপ্রেমি বরকত,রফিক,জব্বার –
ও সালাম গুলিতে করল আত্মদান,
পাক জল্লাদ নররক্ত করলো পান ।
তাই তো মহান ২১শে ফেব্রুয়ারী –
জীবনে মরনে কখনো ভুলতে পারি ?

স্মরণে,বরণে দুইবঙ্গ ভরে আজ –
অশ্রুভরা বুকে ঝলসায় কালো ব্যজ ,
ভাষা দিবসে লক্ষ কন্ঠের পথ ফেরি –
” আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে
ফেব্রুয়ারী আমি কি ভুলতে পারি …”
একুশের বইমেলা, কবিতা ও গদ্যে –
মাতৃভাষা প্রান পায় কান্না,গান, ছন্দ্যে ।
ছুটে আসে দিগন্ত আকুল সারা বিশ্ব –
” ভাষা দিবস” সম্মান দিলো ইউনেস্কো।

ইতিহাসের পাতাগুলো রক্তে রাঙান –
অতি আধুনিক খুলে দেখে কি কখনো ?
অপসংকৃতি , আর বাড়ে অধার্মিক
হিংস্রতার বিস্ফারন , হাসে দাম্ভিক ।
মাতৃভাষা উপেক্ষিত, ইংরেজি স্বপ্নীল
কেঁদে চলছে ভাষা দিবসের মিছিল,
উদাসীন ,নীতিহীন বিবেক শিথিল ।
যেদিকে চাও,শুধু অর্থের প্রলোভন-
নির্লজ্জ বেআব্রু দেহ , নগ্ন আস্ফালন।

কাঁটারবেড়া ভেঙে আজও ছোটে মন ,
এক করে ভ্রাতৃত্তের ভাষা আন্দোলন ।
শহীদের রক্ত কখনো ব্যর্থ হবার নয় –
বিশ্বজোড়া স্থান তাহার – বাংলার জয় ।

” জীবনে-মরণে ভাষা শহীদ স্মরণে –
হে বীর তোমাদের কখনো ভুলছি না,
ফুল-মালায় ,অশ্রুনয়নে ,নেবো বরণে-
বসন্তে থাক ভাষা স্বরাজের কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress