অগোছালো জীবনে একটা প্রজাপতি ধরতে গেলাম।
কত বিভাবরী, কত রূপ লাবণ্য ,কারুকার্য পাখনা,
যেন খুলে গেল – মুছে যাওয়া অতীতের সব ঢাকনা।
প্রাণহীন দুনিয়ার চৌকাঠে খুলতে গেলাম ত্রস্ত হাতে-
এক সন্ধ্যার জুঁইশাখে ,রুপালি জ্যোৎস্না ভরা মৌতাতে,
বেরসিক চন্দ্রটা মুখ লুকালো কালো মেঘের অতল।
জ্যোৎস্না এলোও ঠিক,ছড়ালোও আভা এদিক ওদিক
কিন্তু তখন ভালোবাসা প্রাণহীন, অজান্তে মরে গেছে ।
কত যুগ কেটে গেছে ফসিল বয়ে,বয়ে নিঃস্বতার মাঝে,
নৈশব্দতায় খানখান ,এদেহ টানটান নানা কাজে ।
ব্যর্থতাই কেড়ে খায় সকল পাওয়াই সকাল সাঁঝে
তোমরা ভাবো হালকা হাসি , ওতে আমার চোখের জল।