কোন ইতিহাস সৃষ্টির কথা ভেবেছিলাম
তবুও তো ভাবা হয়নি;
কোন ভাঙা জিনিস জুড়ে দেবো বলেছিলাম
তবুও তো জোড়া হয়নি;
কোন কল্পনা কে বাস্তবতার রূপ দেবো ভেবেছিলাম
তবুও তো রূপায়িত হয়নি;
সব কোলাহল থামিয়ে নির্জনতা এনে দেবো বলেছিলাম
তবুও তো সেই নির্যাতনতার খোঁজ নেওয়া হয়নি;
নিঃশ্বাস থেমে যাওয়া কোন পাথরের প্রাণ দেবো বলেছিলাম
প্রানের সন্ধান পাওয়া যায়নি;
আকাশের কাছে কোন হারানো ঠিকানার কথা বলার ছিল
ঠিকানাহীন আমির পক্ষে আকাশের দ্বারস্থ হওয়া সম্ভব হয়নি;
সম্ভব ও অসম্ভবের মাঝে একটা সমন্বয়ের সেতু নির্মাণের আশা ছিল
সম্ভব ও অসম্ভবের সামনে সমন্বয়কে দাঁড় করানো যায়নি;
এই কবিতা শোনানোর কথা ছিল যাকে
তাকে পাওয়া যায়নি;
তাকে কবিতা শোনানো আর হয়নি।